ব্রাহ্মণশাসন দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:২০ অপরাহ্ণআখালিয়া ব্রাহ্মণশাসন দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার সকাল ৮টায় মন্দিরে পূজাঅর্চনার মাধ্যেমে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্থর স্থাপনে উপস্থিত ছিলেন পুরোহিত ত্বপধীর ভট্রাচার্য হিরক চক্রবর্তী সুধাময় ভট্টাচার্য দূর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি এড. নিশি কান্ত দাশ সধারণ সম্পাদক স্বপন দাশ সদস্য পরিমল দাস, ছানা দাস, সজল পাল, চন্দন দাস, বিনয় দাস, তপন দাস, রতি দাস, ক্ষিতিশ দাস, পুরাই দাস, অরুন দাস, অনু দাস, বিষু দাশ, খোকন পাল, হিমু দাস, মনি দাস, রোপন দাস, অলক আচার্য, দূর্গা পূজা কমিটির সভাপতি জনি দাশ, অপূর্ব আচার্য্য, অনন্ত দাস, রিংকু বর্মন, অভি দাস, ঝিনুক দাস, জগেন্দ্র বর্মণ, লিংকন দাস, শিপু দাস, হৃদয় দাস, ঝন্টু দাস, মিলন আচার্য্য প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।