কমলগঞ্জে বন্য শুকরের আক্রমনে এক ব্যক্তি আহত
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ৭:২৭ অপরাহ্ণকমলগঞ্জ প্রতিনিধি :::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রাসটিলা গ্রামে বন্য শুকরের কামড়ে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পশ্চিম রাসটিলায় নিজের বাফার বাগান দেখাশুনা করতে যাওয়ার শনিবার বিকাল ৩টায় বন্য শুকরের আক্রমণে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের উত্তর রাসটিলা গ্রামের রুস্তুম আলীর ছেলে তোয়াহিদ মিয়া (৪০) প্রতিদিনের মতো পশ্চিম রাসটিলায় নিজের সামাজিক বনায়নের বাফার বাগান দেখতে যান। এসময়ে কয়েকটি বন্য শুকর আক্রমণ করে কামড়ে দেয়। শরীরের বিভিন্ন অংশে শুকরের কামড়ে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা খারাপ থাকায় পরে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোলেমান হোসেন ভুট্টু সত্যতা নিশ্চিত করে বলেন, শুকরের কামড়ে আহতকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।