জৈন্তাপুরে বিট পুলিশিং সমাবেশ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ৮:১৩ অপরাহ্ণপূবের হাওয়া ডেস্ক ::: সোশ্যাল মিডিয়ায় গুজব প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী উপপাদ্য বিষয়কে কেন্দ্র করে জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নে অনুষ্ঠিত হলো বিট পুলিশিং সমাবেশ। ৭ ফেব্রুয়ারী রবিবার দুপুর ১ ঘটিকার সময় নিজপাট ইউনিয়ন পরিষদে উক্ত সমাবেশ অনুষ্টিত হয়, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল করিম, সি: সহকারী পুলশ সুপার কানাইঘাট সার্কেল। ১ নং নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যন মোঃ ইয়াহিয়া’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহসিন আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উমর ফারুক, পুলিশ পরিদর্শক (তদন্ত) জৈন্তাপুর মডেল থানা। নিজপাট বিট অফিসার ও জৈন্তাপুর মডেল থানার সাব ইন্সপেক্টর মাহবুবুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন নিজপাট আওয়ামিলীগ সভাপতি আতাউর রহমান বাবুল, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, এ এস আই রুবেল দাস সহকারী বিট অফিসার নিজপাট। বক্তরা উক্ত সমাবেশে নিজপাট ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, প্রধান অতিথি বক্তৃতায় বলেন মাদকের বিরুদ্ধে কোন ছাড় নয়, যেখানেই মাদক সেবন, বিক্রির খবর পান আমাদের খবর দিন, আমরা দ্রুত এ্যাকশনে যাবো। উক্ত সমাবেশে বিভিন্ন ওয়ার্ড মেম্বারগন, মুক্তিযুদ্ধারা সহ সকল শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।