টিকা গ্রহণ ভয়ের নয় আনন্দের–৮০ বছরের বৃদ্ধের অনুভূতি
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ৯:০৯ অপরাহ্ণকমলগঞ্জ প্রতিনিধি :::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সারা দেশের সাথে একযোগে করোনা প্রতিরোধক ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। রবিবার দুপুরে করোনার ভ্যাকসিন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভূঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভঅপতি আছলম ইকবাল, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।
কমলগঞ্জে প্রথম টিকা গ্রহণ করলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌমিত্র সিনহা। এছাড়াও টিকা গ্রহণ ভয়ের নয় আনন্দের বলে টিকা গ্রহণ করে অনুভূতি প্রকাশ করলেন ৮০ বছর বয়সী স্বস্ত্রীক বৃদ্ধ শহিদ উদ্দীন চৌধুরী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা টিকা কমিটির সদস্য সচিব ডা. এম মাহবুবুল আলম ভূইয়া জানান, সারাদেশের সাথে এ উপজেলায় করোনা টিকার জন্য গত ২ ফেব্রুয়ারি থেকে অনলাইনে নিবন্ধন শুরু হয়েছে। এ পর্যন্ত ৯শ’ জন টিকার নিবন্ধন করেছেন। নিবন্ধিতদের তালিকা অনুযায়ী প্রথম ১শ’ জনকে আনুষ্ঠানিকভাবে টিকা প্রয়োগ করা হয়। তিনি আরও জানান, কমলগঞ্জে ৪ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। প্রথম দিনে ২০ জন লোক টিকা গ্রহণ করেছেন। পর্যায়ক্রমে নিবন্ধিত সবাইকে টিকা দেওয়া হবে।
শমশেরনগর থেকে টিকা গ্রহনে স্বস্ত্রীক এসেছিলেন বৃদ্ধ শহিদ উদ্দীন চৌধুরী। তিনি অনুভূতি প্রকাশ করে বলেন, সরকারি উদ্যোগে টিকা আসার পরও অনেকের মাঝে ভীতি কাজ করছে। তবে টিকা নিয়ে স্ত্রীরসহ আনন্দ লাগছে। তিনি আরও বলেন, করোনার টিকা গ্রহণ ভীতির নয় আনন্দের।
উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বক্তব্য বলেন, শুরু থেকেই করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর নেতেৃত্বে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হয়। তাইতো বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশে টিকা আনা হয়েছে এবং সরকারি উদ্যোগে টিকাদান শুরু হয়েছে তাই নিবন্ধন করে সবাইকে টিকা গ্রহণ করা উচিত।