জগন্নাথপুরে করোনা ভ্যাকসিন ঠিকা প্রদান কার্যক্রম শুরু

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ৯:২৯ অপরাহ্ণজগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলায় করোনা ভাইরাস ভ্যাকসিন টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার ভ্যাকসিন টিকা গ্রহনের মাধ্যমে ঠিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ইউএনও মেহেদী হাসান, এসিল্যান্ড মো: ইয়াসির আরাফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর সহ সরকারী কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ও সাধারন জনগন বিকেল ৩টা পর্যন্ত ভ্যকসিন ঠিকা গ্রহন করেছেন। ভ্যাকসিন ঠিকা গ্রহনের জন্য জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের সকল স্তরের নাগরিকদের উপচে পড়া ভীর লক্ষ্য করা যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকর্মকর্তা ডা: মধু সুধন ধর জানান, প্রথম দিন জন ঠিকা গ্রহন করেছেন। সরকারি ছুটির দিন ব্যাতিত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের প্রশিক্ষিত ঠিকাদান কারীদের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় ধাপে ৮ হাজার ৮শত জনকে ঠিকা প্রদান করা হবে।