জৈন্তাপুরে জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময়
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ৭:৪১ অপরাহ্ণজৈন্তাপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে জৈন্তাপুর উপজেলার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন বলেন, ইমাম সাহেবরা দেশ ও সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন। সমাজের কল্যাণে প্রতিনিয়ত মসজিদের ইমামগণ প্রতি জুমার খুতবায় জঙ্গিবাদ, কোবিড-১৯, মাদক বিরোধি, সুদ-ঘুষ এর ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে থাকেন। দেশের করোনাকালীন সময়ে ইমামদের ভূমিকা ছিল প্রশংসনীয়। ধর্মীয় রীতি নিতি মেনে চলতে পারলে করোনার মতো আরো অনেক রোগ থেকে দূরে থাকা যায় ইমামদের এমন বক্তব্যের কারণে আজ বাংলাদেশে বিশে^র অন্যান্য দেশের চেয়ে করোনা রোগীর সংখ্যা অনেক কম। তিনি আরো বলেন প্রতিটি উপজেলায় একজন করে ইমামকে রাজস্ব খাতে অন্তভূক্ত করা সরকারের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ সভায় ইমামদের প্রতিনিধি রাখার আহবান জানান আলোচনা সভায়।
৮ ফেব্রæয়ারী সোমবার সকাল ১১ টায় জৈন্তাপুর প্রেসক্লাবের হল রুমে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাও: আব্দুল জলিল এর সভাপত্তিত্বে ও সহ- সভাপতি মাও: আনোয়ারুল আম্বিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাও: জালাল উদ্দিন ভূইয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধক্ষ শাহেদ আহমদ, সহ-সভাপতি ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল। স্বাগত বক্তব্য রাখেন ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফিজ শামসুজ্জামান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান করির খান, সদস্য নুরুল ইসলাম, রেজওয়ান করিম সাব্বির, সাংবাদিক এম.এম রুহেল, সুয়েব উদ্দিন, নাজমুল ইসলাম সহ জৈন্তাপুর উপজেলা ইমাম সমিতির নেতৃবৃন্দ এবং ৬টি ইউনিয়নের ইমাম সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।