কমলগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ৭:৫৭ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি :::
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায় অসহায় দুস্থ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পৌর এলাকার ফরেস্ট অফিস সংলগ্নে খোলা মাঠে এসব শীতবস্ত্র বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল হয়।
শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও রাসেল আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন পৌর সভার কাউন্সিলর মো. ছাদ আলী, মো. মছখন মিয়া, পাকিছ মিয়া, জুয়েল আহমদ জুলি প্রমূখ। লন্ডন প্রবাসী এম.ডি আজমল হোসেনের পিতা শিক্ষক মরহুম আমির হোসেন মাষ্টার সাহেবের মাগফেরাত কামনা করেন। এসময় ২শ’ জন অসহায় দুস্থ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।