সৌদি আরব প্রবাসী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ৮:০৫ অপরাহ্ণ
জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের সৌদি আরবে বসবাসরত শিক্ষানুরাগী, সমাজসেবী ও দানশীল ব্যক্তিদের সমন্বয়ে আর্ত মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত রানীগঞ্জ ইউনিয়ন সৌদি আরব প্রবাসী সংগঠনের উদ্যোগে ও সংগঠনের বাংলাদেশ শাখার সার্বিক তত্ত্বাবধানে রানীগঞ্জ ইউনিয়নের অসহায়, দরিদ্র মানুষজনদের মধ্যে শীত বস্ত্রের কম্বল বিতরণ করা হয়েছে। এবং শিক্ষা ও সামাজিক কার্যক্রমে অন্যন্য ভূমিকা রাখায় ৬জন গনমাধ্যম কর্মীকে সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার দুপুরে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু বলেছেন সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরা তাদের কষ্ঠার্জিত অর্থ দেশ ও নিজ এলাকার কল্যাণে ব্যয় করছেন। প্রবাসীদের অন্যন্য অবদান দেশবাসী আজীবন স্মরন রাখবে। তিনি আর্ত মানবতার কল্যাণে ভূমিকা রাখায় রানীগঞ্জ ইউনিয়ন সৌদি আরব প্রবাসী সংগঠনের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং তাদের মহতী উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা হাসনাত হোসেন মানবিক কল্যাণে সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরা গুরুত্বপূর্ন ভূমিকা রাখছেন। এছাড়াও শিক্ষা ও সামাজিক কল্যাণে রয়েছে তাদের প্রশংসনীয় ভূমিক। অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম এবং গনমাধ্যম কর্মীদের সংবর্ধনা প্রদান করায় সৌদি আরব প্রবাসী সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূঁইয়া, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি মো: সুন্দর আলী, সাবেক সাধারন সম্পাদক ডা: শেখ ছদরুল ইসলাম। রানীগঞ্জ ইউনিয়ন সৌদি আরব প্রবাসী সংগঠনের বাংলাদেশ শাখার সভাপতি আমির উদ্দিন (ছোট) এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল বাছিত (সজলু) এর পরিচলনায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি দৈনিক ইত্তেফাক, দৈনিক সবুজ সিলেট ও এনটিভি ইউরোপ এর জগন্নাথপুর প্রতিনিধি মো: আব্দুল হাই, রানীগঞ্জ ইউনিয়ন সৌদি আরব প্রবাসী সংগঠনের প্রবাস শাখার অর্থ সম্পাদক পারভেজ আহমেদ, সংগঠনের উপদেষ্টা মোতাহীর আলী নুনু, এমদাদ মিয়া, ইতালী প্রবাসী দাতা সদস্য নিজাম উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি ফেরদৌস আহমেদ, সহ-সাধারন সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক হিবলু তালুকদার, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, অর্থ সম্পাদক শেখ আবু তাহের প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৌদি আর প্রবাসী সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক সিলেট প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সংবর্ধিত অতিথি দুলন মিয়া। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি ক্বারী আব্দুল বাছিদ। এসময় সংগঠনের উপদেষ্টা মন্তোষ দেব মলয়, আমির উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন সৌদি আরব প্রবাসী সংগঠনের প্রবাস শাখার সাবেক সভাপতি শেখ মুসা, সমাজ সেবক হুমায়ুন তালুকদার, রাজিব তালুকদার, দুদু মিয়া, রাজিব মিয়া, মিনার মিয়া, মো. রুহেল আহমদ, গোলজার মিয়া, আসাদ মিয়া, আব্দুস সামাদ, জিয়াউর হক, মজনু মিয়া, আকরাম হোসেন, রাসেন্দ্র বাবু, দিবাংশু রায়, রিপন আহমদ, রায়হান তালুকদার, মো: কাউছার মিয়া, মো: মেহেরুল বশর, মো: কিবরিয়া মিয়া, বদরুল আমিন, সোহেল মিয়া, জামিয়াত মিয়া, ফুয়াদ হাসান মাহি, আব্দুল্লাহ মিয়া, মো. সাজু, মো: কামরান সহ এলাকার বিভিন্ন পেশাজীবির ব্যক্তিবর্গ এবং সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষা ও সমাজসেবায় অন্যন্য ভূমিকা রাখার জন্য দৈনিক ইত্তেফাক, দৈনিক সবুজ সিলেট ও এনটিভি ইউরোপ জগন্নাথপুর প্রতিনিধি মো: আব্দুল হাই, দৈনিক শ্যামল সিলেট’র জগন্নাথপুর প্রতিনিধি গোলাম সারোয়ার, দৈনিক যায়যায়দিন এর প্রতিনিধি জুয়েল আহমদ, সিলেট পোষ্ট এর প্রতিনিধি সুজাত আলী, সিলেট প্রতিদিন’র প্রতিনিধি দুলন মিয়া, সংবাদকর্মী আব্দুল রহমানকে সৌদি প্রবাসী সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ঠ প্রদান করা হয়। এছাড়া রানীগঞ্জ ইউনিয়নের ৩শত অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্রের কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।