জগন্নাথপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবীতে সাংবাদিক সম্মেলন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ৮:১৪ অপরাহ্ণ
একতরফা, নিস্কীয়, অগ্রহনযোগ্য, অছাত্র দিয়ে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ শাখার সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখান করে সংবাদ সম্মেলন করেছেন জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ। জগন্নাথপুর পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা জুয়েব হোসাইন লিখিত বক্তব্যে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ-৩ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির অন্যতম সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান এম এ ছাত্তারের দিক নির্দেশনায় জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের ব্যানারে কেন্দ্রীয় সকল কর্মসূচী পালন করে আসছি। প্রায় ১৯বছর যাবত জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের কোন কমিটি হয়নি। ফলে ঐ সকল ইউনিট সমুহে নেতৃত্বের চরম জট এবং শৃংখলার অভাব দেখা দেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের কমিটি পুন: গঠনের কাজ শুরু হয়। কমিটি গঠনের জন্য কেন্দ্রীয়, বিভাগীয় প্রতিনিধি টিম, জেলার সুপার ফাইভ, উপজেলা প্রতিনিধি টিম এর সমন্বয়ে গত বছরের ৭ নভেম্বর সুনামগঞ্জের একটি আবাসিক হোটেলে জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের কমিঠির তালিকা তৈরী করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পারি সম্পূর্ন অগনতান্ত্রিকভাবে যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ দেশ নায়ক তারেক রহমানের দোহাই দিয়ে ঐ তালিকাকে রদ বদল করে নিস্ক্রীয়, অছাত্র ও অগ্রহনযোগ্য ও সিনিয়রিটি ম্যানটেইন না করে তার আত্মীয় ও অনুগতদের দিয়ে একতরফা কমিটি গঠন করা হয় এবং চলতি বছরের ৬ জানুয়ারী কেন্দ্রীয় দপ্তর থেকে কমিটিগুলো ঘোষনা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়, একতরফা, অগ্রহনযোগ্য, নিস্কিয়, অযোগ্য নেতাকর্মীদের দিয়ে গঠিত কমিঠি স্থগিত করে পুনরায় ত্যাগী নেতাকর্মীদের দিয়ে আন্দোলনমূখী শক্তিশালী কমিটি গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিলেট বিভাগীয় প্রতিনিধি টিম, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদকের প্রতি অনুরোধ জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম রুবেল, সাইফুল খান, রুবেল আহমদ, ফাহিম আহমদ, পৌর ছাত্রদল নেতা ইকবাল হোসাইন, মির্জা তামিম, আলাউর রহমান, ছাত্রদল নেতা ফাহিম আহমদ, জগন্নাথপুর কলেজ ছাত্রদল নেতা মারজান চৌধুরী সহ ছাত্রদল নেতাকর্মী প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি