জেলা বিএনপির সাবেক সম্পাদকের পিতৃবিয়োগে এড.আনোয়ারের শোক
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ৮:২৫ অপরাহ্ণওসমানীনগর প্রতিনিধি:
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদের পিতা হাজী আব্দুর রহিম তুরু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার আহবায়ক ও সিলেট-২(ওসমানীনগর-বিশ^নাথ) আসনের সংসদ সদস্য পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এড. আনোয়ার হোসেন। সংবাদ মাধ্যমে পাঠানো শোক বার্তায় তিনি বলেন,সমাজ উন্নয়নে কাজ করে যাওয়া হাজী আব্দুর রহিম ছিলেন অসহায় মানুষের নিবেদিত প্রাণ। গুনে ধরা সমাজকে আলোর পথ দেখাতে তাঁর অবদান অপূরনীয়। হাজী আব্দুর রহিম তুরু মিয়ার আতœার মাগফেরাত কামনাসহ শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।