ছাতক প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র(কম্বল) বিতরণ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ৮:৫৩ অপরাহ্ণ
ছাতক প্রতিনিধি ::
ছাতক প্রেসক্লাবের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহায়তায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে শীতবস্ত্র(কম্বল) বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সরকারী ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তজম্মুল আলী। এসময় ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক নূও মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, নির্বাহী সদস্য রাজ উদ্দিন, সাংবাদিক তমাল পোদ্দার, মাহবুব আলম, হাবিবুর রহমান নাছির, সদরুল আমিন, ফটো সাংবাদিক আমির আলী প্রমুখ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।