জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২১, ৭:৫৭ অপরাহ্ণমো: আব্দুল হাই, জগন্নাথপুর :
গ্রামীন জনপদের ঐতিহ্যবাহি ষাঁড়ের লড়াই বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দমূখর পরিবেশে বিপুল সংখ্যক দর্শকদের সমাগমে অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের গোয়ালকুড়ি মাঠে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ষাড়ের লড়াই অনুষ্ঠিত হয়। ভোর থেকেই বিভিন্ন যানবাহন যোগে জগন্নাথপুর উপজেলাসহ সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে দর্শকরা ষাঁেড়র লড়াই দেখতে মাঠে ছুটে আসেন।
এছাড়াও দর্শক গ্যালারিতে লন্ডন প্রবাসী দর্শকদের উপস্থিতি ছিল লক্ষনীয়। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক লন্ডন প্রবাসী জানান, শীত মৌসুমে গ্রামীন জনপদের ঐতিহ্যবাহি ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই, ঘোড় দৌড় সহ গ্রামীন সংস্কৃতির নানান আয়োজন উপভোগ করতে লন্ডন সহ বিভিন্ন দেশ থেকে সৌখিন লোকজন ইতোমধ্যে দেশের নিজ এলাকায় এসে থাকেন।
এদিকে ষাঁড়ের লড়াই উপভোগ করতে আসা শিশু-কিশোরসহ সকল বয়েসী লোকজনদের মাঠের চারপাশে সমবেত হয়ে লড়াই উপভোগ করতে দেখা যায়। লড়াই চলাকালে পরাজিত ষাঁড় মাঠ থেকে পালানোর সময় ষাঁেড়র ছুটাছুটির পাশাপাশি ষাঁড়ের কবল থেকে রক্ষা পেতে দর্শকদেরও দিক-বেদিক ছুটাছুটি করা এ যেন এক আনন্দের ঘনঘটা সৃষ্ঠি হয় ।
ষাড়ের লড়াইয়ে জয়বাংলা, হিরা, ভয়ংকর, সিস্টেম অশান্তির, আয়লা, মেলা সহ প্রায় অর্ধশত ষাঁড়গুলোর ব্যতিক্রমী নাম উপস্থাপকের মাইকের আওয়াজে দর্শকদের মনে ব্যাপক আনন্দের দোলা দেয়। অত্যন্ত সুশৃংখলভাবে মাঠে নিয়োজিত স্বেচ্ছাসেবক সদস্যদের সহযোগিতায় ষাঁড়ের লড়াইটি সম্পন্ন হয়। এদিকে ষাঁেড়র লড়াইকে ঘীরে ভোর থেকেই মাঠের এক পাশে খাবারের দোকানের পাশাপাশি বিভিন্ন ফল ও খেলনা সামগ্রীর দোকানের ফসরায় ক্রেতাদের উপচে পড়া ভীড় ছিল লক্ষনীয়।