জেলার সর্বোচ্চ করদাতা ছাতকের কালাম চৌধুরী ও দীর্ঘ মেয়াদী করদাতা মোঃ আলাউদ্দিন

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২১, ৮:০৯ অপরাহ্ণছাতক প্রতিনিধিঃ
ছাতক পৌরসভার টানা চার বারের নির্বাচিত মেয়র আবুল কালাম চৌধুরী সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ করদাতা সম্মানে ভুষিত হয়েছেন এবং দীর্ঘ সময় কর প্রদানকারী করদাতা ক্যাটাগরিতে চুড়ান্তভাবে মনোনীত হয়েছেন ছাতকের আরেক ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন। সর্বোচ্চ করদাতা আবুল কালাম চৌধুরী মেসার্স কালাম এন্ড কোং, মেসার্স এ.কে ফিলিং এন্ড সি.এন.জি স্টেশনের স্বত্বাধিকারী। রোববার কর অঞ্চল সিলেটের কর কমিশনার সাইফুল হক স্বাক্ষরিত এক পত্র থেকে জানা যায়, সরকার ঘোষিত “সিটি কর্পোরেশন/ জেলা ভিত্তিক সর্বোচ্চ করদাতা এবং দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা ২০০৮ এর বিধিমালা অনুযায়ী ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীকে ২০১৯-২০২০ কর বর্ষে সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা এবং দীর্ঘ সময় আয়কর প্রদানকারী ক্যাটাগরিতে সেরা করদাতা মোঃ আলাউদ্দিনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে কর অঞ্চল সিলেটের অধিক্ষেত্রাধীন সুনামগঞ্জ জেলার সার্কেল-১৮ আয়োজিত অনুষ্ঠানে করদাতাদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র আনুষ্ঠানিকভাবে প্রদান করার কথা রয়েছে।