কুলাউড়া পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২১, ৮:৪৩ অপরাহ্ণকুলাউড়া প্রতিনিধি ::::
কুলাউড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহণ অনুষ্টান সম্পন্ন হয়েছে।
(১০ফেব্রুয়ারী) বুধবার দুপুরে পৌর ভবন প্রাঙ্গনে এক অনাড়ম্বন অনুষ্টানের মাধ্যমে এ দায়িত্বভার গ্রহণ করেন নতুন মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এবং সকল কাউন্সিলররা।
দায়িত্বভার গ্রহণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি নেছার আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব এম আব্দুর রউফ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কুলাউড়া উপজেলা আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার(কুলাউড়া সার্কেল) সাদেক কাউছার দস্তগীর,কুলাউড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এবং পৌর আ’লীগের সাধারণ সম্পাদক গৌরা দে প্রমুখ।