মাতলামির অভিযোগে পাঁচ জনকে কারাদন্ড
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৯ অপরাহ্ণবড়লেখা প্রতিনিধি :::
মৌলভীবাজারের বড়লেখায় মদ খেয়ে মাতলামি করা অবস্থায় পাঁচ মাতালকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন মাসের কারাদ- দিয়েছেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আল ইমরান। গত মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিনভাগ (দক্ষিন) ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময়ে পাঁচ জন কে মাতাল অবস্থায় দেশীয় মদসহ আটক করা হয়। পরে তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী প্রত্যেক কে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন- কবির আহমদ (২৮), রান্টু দেব (৩৫), সাইদুল (৩০), সুব্রত দাস (৩২), মুহিবুর রহমান (২৮) ও। তাদের প্রত্যেকের বাড়ি পার্শবর্তী বিয়ানীবাজার উপজেলায়। এ সময় ভ্রাম্যমান আদালতকে বড়লেখা থানার এস আই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, মাদকের বিরুদ্ধে বড়লেখা উপজেলার প্রশাসন ও পুলিশের শক্ত অবস্থান অব্যাহত থাকবে।