ফেসবুকে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক ইসলামের নামে ফেইক আইডি খুলে অপপ্রচার
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২১, ৩:১৮ পূর্বাহ্ণআসন্ন গোয়াইনঘাট উপজেলার ৬ নং ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাংবাদিক মো. ইসলাম আলী।
ইউনিয়নের প্রতিটি গ্রামে ইসলাম আলী প্রচার প্রচারণা চালিয়ে আসছেন। তাঁর ব্যাপক জনপ্রিয়তা দেখে একটি কু-চক্রীমহল ইসলাম আলীকে সামাজিকভাবে ঘায়েল করার হীন অপচেষ্ঠা চালাচ্ছে।
ফেসবুকে বুধবার “ফতেপুর সংবাদ” নামক একটি ফেইক আইডি খুলে ইসলাম আলীর ছবি ব্যবহার করে বিভিন্ন ধরণের অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে বলে জানান চেয়ারম্যান প্রার্থী ইসলাম আলী।
তিনি বলেন অপপ্রচারের কারণে তাঁর সুনাম ক্ষুন্ন হচ্ছে এবং তার সমর্থকদের বিভ্রান্তির মধ্যে ফেলা হচ্ছে। নির্বাচনে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আড়ালে থেকে ঐ কুচক্রী মহল আমার বিরুদ্ধে আমার নিজের ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে।
এতে আমার কর্মীসমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আমাকে বিভিন্নজন ফোনে এবং সাক্ষাতে এ নিয়ে অভিযোগ করেছেন। আমি অপপ্রচারকারীদের উদ্দেশ্যে বলতে চাই, ইসলাম আলী ভাঙবে কিন্তু মচকাবে না। এ ব্যাপারে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ইসলাম আলী। প্রেস-বিজ্ঞপ্তি।