আ. ফ. ম. সাঈদ সম্পাদিত “জানা-অজানায় জাতির পিতা” বইয়ের মোড়ক উন্মোচন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৬ অপরাহ্ণআ. ফ. ম. সাঈদ সম্পাদিত “জানা-অজানায় জাতির পিতা” গ্রন্থের মোড়ক উন্মোচন বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। নগরীর দাড়িয়াপাড়াস্থ শ্রীহট্ট প্রকাশ-এর ৩য় বই প্রদর্শনীতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট লেখক, সাংবাদিক, কবি ও রাজনীতিবিদদের সমাবেশ ঘটে। অনুষ্ঠানে ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, প্রবীণ লেখক-সাংবাদিক আবদুল হামিদ মানিক, দৈনিক সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, বিশিষ্ট সাংবাদিক খালেদ আহমদ, বিশিষ্ট লেখক বেলাল আহমদ, শিক্ষাবিদ ও লেখক মো. আবদুল মালেক, নগরীর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গৌছুল আলম গেদু, বিশিষ্ট কবি ও ঘাস প্রকাশনের স্বত্বাধিকারী নাজমুল হক নাজু, কবি ফজলুল হক বাবুল, ছড়াকার আবদুস সাদেক লিপন, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, কবি কাঞ্চন চন্দ্র দাশ, কবি জায়েদুর রহমান, শিক্ষাবিদ আ. খ. ম. ফারুক আহমদ, দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার ও সবুজ সিলেটের আইটি ইনচার্জ এম এ মালেক, সবুজ সিলেটের আলোকচিত্রী রাধে মল্লিক তপন, সাংবাদিক মো. সুমন আহমদ প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।