জাফলংয়ে ভারতীয় মদসহ আটক ২ : পর্যটকবাহী বাসগাড়ি জব্দ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ৯:৫০ অপরাহ্ণগোয়াইনঘাট প্রতিনিধি :::
সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে জাফলংয়ের বল্লাঘাট পিকনিক সেন্টার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদ্বয় হলেন, উপজেলার পাথরটিলা এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে আব্দুল জলিল ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কৈসবপুর এলাকার মৃত আহমদ আলীর ছেলে বাস চালক নুরুল ইসলাম কালু।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক বেচা কেনার গোপন সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানার এসআই আবুল হোসেন, এএসআই মারুফ আল মুকিত ও জাফলং ট্যুরিস্ট পুলিশের এসআই কবির হোসেন, এএসআই আবু সালেহসহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে বল্লাঘাটের আলহমরা মাঠ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডর ২৪ বোতল মদসহ ওই দুইজনকে আটক করেন। এ সময় মাদক বহনের দায়ে পর্যটকবাহী একটি বাস গাড়িও জব্দ করে পুলিশ।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, মাদকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশ সব সময় কঠোর অবস্থানে রয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে। যার মধ্যে একজন বাস চালক রয়েছেন। এ সময় মাদক বহণের কাজে ব্যবহৃত একটি বাস গাড়ি জব্দ করা হয়। আটক ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।