কুলাউড়ায় তেলবাহী ওয়াগন লাইচ্যুত : ৪ ঘন্টা পর রেল লাইন চলাচল সচল
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৪ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::::
কুলাউড়া উপজেলার ভাটেরা রেলস্টেশনের অদুরে হোসেনপুর নামক স্থানে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার প্রায় চার ঘন্টা পর রেল লাইন সচল হয়েছে।
(১৩ ফেব্রুয়ারী) শনিবার দুপুর আড়াইটার দিকে তেলবাহী ট্রেন দূর্ঘটনার পর সিলেটের সাথে ঢাকা-চট্রগাম রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেটগামী তেলবাহী একটি ট্রেন দুপুর আড়াইটার নাগাদ ভাটেরা স্টেশন অতিক্রম করার পর হোসনপুর নামক স্থানে একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে যায়।
কুলাউড়া স্টেশন মাস্টার মুহিবুর রহমান জানান, খবর পেয়ে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী রিলিপ ট্রেন ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনাকবলিত তেলবাহী বগিটি উদ্ধার করে বরমচাল রেল স্টেশনে সন্ধ্যা ৬: ৪০ মিনিটের সময় নিয়ে আসা হয়। এর পর থেকে এ রোডে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এসময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত মাইজগাঁও ও চট্রগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা কুলাউড়া এবং ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা সমশেরনগর স্টেশনে আটকা পড়ে।