শহিদ মিনারে ওসমানী স্মরণে আলোচনা সভা আজ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২:৫৯ পূর্বাহ্ণনগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে আজ সোমবার বিকাল ৩টায় বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
জাতীয় কমিটির সভাপতি ও জগন্নাপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
বক্তব্য রাখবেন সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। এতে দলমত নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি