সুনামগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ৪:০২ পূর্বাহ্ণসুনামগঞ্জ প্রতিনিধি :::: সুনামগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ সাহেব আলী পাঠান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, জামালগঞ্জ উপজেলার চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম শেফু, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমীন নাহার রুমা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব, বিশ^ম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাদিদ রহিম, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান ও সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুর রহমান প্রমুখ।