গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ৮:৩০ অপরাহ্ণগোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আতহার আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকলে ৫টায় গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ রোডের রনকেলী ফাহিম কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি রনকেলী নুরু পাড়া গ্রামের মৃত লখই আলীর ছেলে।
জানা যায়, আতহার আলী বাজার করে বাড়ি ফেরার পথে ফাহিম কমিউনিটি সেন্টারের সামনে পৌছিলে ঢাকাদক্ষিণগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। পরে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ব্যাপারে জানতে চাইলে গোলাপগগঞ্জ মডেল থানার ওসি(তদন্ত) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।