ছাতকে লাউগাছের সাথে শত্রুতা ! কেটে দেয়া হয়েছে দেড় শতাধিক গাছের গোড়া
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ৮:৪৬ অপরাহ্ণছাতক প্রতিনিধি ::
ছাতকে প্রতিশোধ নিতে গিয়ে এক কৃষকের সবজী বাগান ধ্বংস করে দিয়েছে প্রতিপক্ষরা। রাতের আঁধারে দূর্বৃত্তরা প্রায় ৪০ শতক জমির দেড় শতাধিক ফলিত মিষ্টিলাউ ও অর্ধ শতাধিক নাগা মরিছ গাছের গোড়া কেটে দিয়েছে। শনিবার রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের বারগোপী গ্রাম সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। এতে গাছে ধরা ছোট-বড় ৫ শতাধিক মিষ্টি লাউ সহশ্রাধিক নাগা মরিছ অঙ্কুরেই বিনষ্ট হয়। ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুর রব জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও তিনি প্রায় দেড় কেয়ার জমিতে দেড় শতাধিক মিষ্টি লাউ ও অর্ধ শতাধিক নাগা মরিচের চারা রোপন করেন। রোপনের ৪০-৪৫ দিনে গাছে প্রচুর ফলনও হয়েছে। গোটা বাগান সবুজের সমারোহ ছিল। প্রতিদিন পাড়া-প্রতিবেশীরা লাউফুল ও শাক নিতে বাগানে আসতো। রোববার সকালে বাগানে গেলে বিষয়টি তার নজরে আসে। লাউ গাছের পাতা ও ফুলগুলো কেমন যেন নেতিয়ে গেছে। শত্রুতাবশত প্রতিপক্ষরা প্রতিটি লাউ গাছের গোড়া কর্তন ও নাগা মরিচ গাছ উপড়ে ফেলে দিয়েছে। তিনি রোবাবর ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিনের সাথে দেখা করে এ ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই পলাশ ঘটনাস্থল পরির্দশন করেন।