‘শাহজালাল কারাতে ট্রেনিং সেন্টার বিজয়ী হওয়ায় সংবর্ধনা

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ৪:০০ অপরাহ্ণচট্টগ্রামের কারাতে প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় ‘শাহজালাল কারাতে ট্রেনিং সেন্টারকে’ বিজয়ী হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের কাউন্সিলর ও সিলেট জেলা কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং শাহজালাল কারাতে ট্রেনিং সেন্টারের সভাপতি সেনসি এম এ এ মাসুদ রানা বিজয়ীদের সংবর্ধনা জানান।
শুক্রবার হবিগঞ্জ জেলা কারাতে স্কুল ও শাহজালাল কারাতে ট্রেনিং সেন্টার ১০ নং ওয়ার্ড সিলেট যৌথ অংশগ্রহণে চট্টগ্রামে আয়োজিত সিদ্দিক খান ও হামিদুন্নেসা স্মরণে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২১ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়লাভ করে।
সংবর্ধনা অনুষ্ঠানে শাহজালাল কারাতে ট্রেনিং সেন্টারের সহ-সভাপতি মোহাম্মদ তাহের হোসাইনের পরিচালনায় কোচ হিসেবে বিজয়ীদের সাথে ছিলেন- হবিগঞ্জ জেলা কারাতে স্কুল ও শাহজালাল কারাতে ট্রেনিং সেন্টারের সাধারণ সম্পাদক মো. আবদুল ওয়াহিদ। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন রাফা আক্তার (স্বর্ণপদক), ফাতেমা জান্নাত (স্বর্ণ ও রৌপ্য পদক), তামান্না আক্তার (তাম্র পদক), প্রিয়া আক্তার (তাম্র পদক), আজিজ আহমেদ (রৌপ্য পদক), শাহিন আহমেদ (রৌপ্য পদক), মাহবুব আলম (তাম্র পদক), সাজুয়ান আহমেদ (রৌপ্য পদক)।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ১০ নং ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ। বক্তব্যে তিনি বলেন, কারাতের মাধ্যমে আজ আমার এই ১০ নং ওয়ার্ড কারাতে স্কুল অন্যান্য জেলায় গিয়ে বিজয়ী হয়ে সিলেটের সম্মান বয়ে আনতে পারছে। আমি আশাবাদী যে একদিন এই কারাতের মাধ্যমেই বাংলাদেশ হবে মাদকবিরোধী, দুর্নীতিবিরোধী এক ডিজিটাল বাংলাদেশ। প্রেস-বিজ্ঞপ্তি