জগন্নাথপুরে ‘বাউধরন প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ৪:০৭ অপরাহ্ণসুনামগঞ্জের জগন্নাথপুরে আবদুল হাই ফুটবল অ্যাকাডেমির আয়োজনে ও প্রবাসীদের অর্থায়নে ৪র্থ ‘বাউধরন প্রিমিয়ার লীগ’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির একান্ত ব্যক্তিগত সচিব (রাজনৈতিক) হাসনাত হোসাইন।
স্থানীয় দক্ষিণ বাউধরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিসবাউজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জগন্নাথপুর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর সাফরোজ ইসলাম মুন্না, স্থানীয় পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মুহিত প্রমুখ।
এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর, সাধারণ সম্পাদক আলা উদ্দিন, আওয়ামী লীগ নেতা সৈয়দ মনোয়ার আলী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন।
খেলায় অর্থায়ন করেন গ্রীস প্রবাসী আবুল খয়ের, ইতালী প্রবাসী জিয়াউর রহমান, আমেরিকা প্রবাসী আবদুর রকিব, ইতালী প্রবাসী লুৎফুর রহমান, আমেরিকা প্রবাসী মো. আল-আমিন, ইতালী প্রবাসী অলিউর রহমান (অলি), আমেরিকা প্রবাসী আবু সুফিয়ান, ইতালী প্রবাসী সাজু মিয়া ও ইতালী প্রবাসী জুবেদ প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।