আলী আহমদের পিতার মাগফেরাত কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ৪:২১ অপরাহ্ণসিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদের বাবা দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডস্থ মদীন অটো রাইছ মিলের স্বত্তাধিকারী মরহুম হাজী আব্দুর রহিম তুরু মিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি। সোমবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে বিএনপি নেতা আলী আহমদের পিতা দক্ষিণ সুরমার প্রবীণ মুরব্বী মরহুম হাজী আব্দুর রহিম তুরু মিয়ার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমানের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, শহীদ জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনা, করোনা মহামারী থেকে সুরক্ষা এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহজামাল নুরুল হুদা ও মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক একেএম তারেক কালাম, জেলা বিএনপি নেতা আব্দুল লতিফ খান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, বিএনপি নেতা শামীম আহমদ, মহিবুর রহমান, আব্দুল মান্নান, হাজী গোলজার, আব্দুল বাছিত, নিজাম উদ্দিন, মাসুম পারভেজ, সেলিম আহমদ, যুবদল নেতা সুমন আহমদ বিপ্লব, মাসুদ আহমদ চৌধুরী, আব্দুল মহিম, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, জাহিদুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী ও রুমেল আহমদ প্রমূখ। প্রেস-বিজ্ঞপ্তি।