মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ৪:২৭ অপরাহ্ণসিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিঃ (রেজি নং ৯৫) এর বিশেষ সাধারণ সভা ও নির্বাচন তারিখ ঘোষণা উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সমিতির বন্দরবাজারস্থ পৌরবিবনী মার্কেটের অফিস কক্ষে এই আলোচনা সভা হয়।
সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লি. ও নির্বাচনকালীন অন্তবর্তী ব্যবস্থা কমিটির সভাপতি আবুল কালাম সুমনের সভাপতিত্বে এবং সহকারি নির্বাচন কমিশনার নুুল ইসলাম আলম ও মো. হারুনের যৌথ পরিচালনায় সকলের উপস্থিতিতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১০ এপ্রিল শনিবার সকাল ১০টায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের নিমিত্তে এক বিশেষ সাধারণ সভা স্থানীয় অফিস কক্ষে অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। আর এতে সমিতির সমগ্র সভা নির্বাচনী এলাকা হতে ১জন সভাপতি, ১জন সহ-সভাপতি, ১জন সম্পাদক, ১ জন সহ সম্পাদক, ১জন কোষাধ্যক্ষ, ১জন সাংগঠনিক সম্পাদক, ১জন প্রচার সম্পাদক, ১জন দপ্তর সম্পাদক ও ১জন সদস্য হিসেবে মনোনীত হবেন। মোট ৯ জন সদস্যগণের গোপন ভোটে নির্বাচিত হবেন। বিশেষ সাধারণ সভা ও নির্বাচনে স্বতস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। প্রেস-বিজ্ঞপ্তি।