আড্ডা আর গানে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের বসন্ত উৎসব পালন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ৮:০৯ অপরাহ্ণমো: আব্দুল হাই- জগন্নাথপুর:
আবহমান বাংলার নৈসর্গিক প্রকৃতিতে এখন সাজ সাজ রব। হিমেল পরশে বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠেছে নবীন জীবনের প্রাণোল্লাস। আহা ? কী আনন্দ আকাশে বাতাসে—। ফাগুনে আগুন লাগে প্রকৃতিতে, ফুলের বনে যার পাশে যাই তারেই লাগে ভালো হৃদয়ে জমে থাকা অসংখ্য কথামালায় আনন্দ উল্ল্যাসে জগন্নাথপুর উপজেলা প্রশাসন বসন্ত উৎসব পালন করেছে।
রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের রাধারমণ হলে বসন্ত উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর, ইউএনও মেহেদী হাসানের সহধর্মিনী ফারহা নূর সহ আরো অনেকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, শিশু শিল্পী পূর্বা দে, প্রত্যাশা দে, শিক্ষক মোশারফ হোসেন, গীতিকার মকদ্দুছ আলম উদাসী সহ বিভিন্ন শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।