জগন্নাথপুরে উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির মিছিল ও পথসভা
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ৮:৪১ অপরাহ্ণজগন্নাথপুর প্রতিনিধি:
স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলার স্থপতি, বিএনপির প্রতিষ্ঠা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বীর উত্তম খেতাব প্রত্যাহারের সিদ্ধান্তর প্রতিবাদে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কে মিথ্যা বানোয়াট মামলায় সম্পুর্ণ অবৈধভাবে সাজা দেওয়ার প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে মঙ্গলবার দুপুরে বিশাল প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় জগন্নাথপুর উপজেলা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন ও পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমেদের যৌথ পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য হাজী সোহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ, যুগ্ম-আহবায়ক সৈয়দ ইসহাক আহমদ, যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম লেবু, যুগ্ম-আহবায়ক সাদেক আহমদ, যুগ্ম-আহবায়ক রাসেল বক্স, যুগ্ম-আহবায়ক হাফিজুর রহমান, যুগ্ম-আহবায়ক লুৎফ্জুামান ছালিক, যুগ্ম-আহবায়ক রুহুল আমিন খান, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মো: বিল্লাল আহমদ, যুগ্ম-আহবায়ক আব্দুল বশির রুহেল, যুগ্ম-আহবায়ক হেলাল আহমদ, যুগ্ম-আহবায়ক তারেক আহমদ, যুগ্ম-আহবায়ক আকমল হোসেন, যুগ্ম-আহবায়ক আবুল হোসেন রাব্বি প্রমূখ।
বক্তারা স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বীর উত্তম খেতাব সম্পুর্ণ অন্যায় ভাবে অবৈধ ভাবে, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার কর্তৃক বাতিল করায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। বিএনপির চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে মিথ্যা বানোয়াট সাজানো মামলায় সাজা দেওয়ার প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে এই রায় বাতিলের দাবি জানিয়েছে।
জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ( সিলেট বিভাগ ) আনসার উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত, সাধারণ সম্পাদক এড. মামুনুর রশিদ কয়েছ সহ সকল নেত্রীবৃন্দদের কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ।
এসময় উপজেলা যুবদলের সদস্য সুহিনুর রহমান সুহেল, আবুল হাসনাত আমির, আলিউল আহমদ, আব্দুল মালিক খান, জহরুল খান, দিলতাজ মিয়া, আব্দুল মোমিন জুবেল, মো: আল আমিন, রাজু আহমদ, সেলিম আহমদ, সুয়েব আহমদ, সুলেমান আলী, সিরাজুল ইসলাম, খায়রুল ইসলাম, সৈয়দ মারুফ আহমদ, রওশন মিয়া, ফকরুল ইসমাল, পারভেজ আহমদ তালুকদার, আনিসুর রহমান আবু, আব্দুল হক কামালী, রুকন মিয়া, রুবেল মিয়া, সৈয়দ মিজান, নিক্সন আহমেদ, রুহেল আহমদ চৌধুরী, অদুদ কামালী, হাফিজুর রহমান, এস এম জাকারিয়া, আব্দুল সালাম, সেলিম মিয়া, পৌর যুবদলের সদস্য শাহ রুহেল, মঈন উদ্দিন, শাহিন আহমদ, আনোয়ার হোসেন আনু, বেলাল আহমদ, মোত্তাকিন বিল্লাহ, ফজলু মিয়া, আবু মিয়া, লেবু মিয়া, আকবর আলী বিরাজ, রুকন মিয়া, আব্দুল আলিম, মাসুম আহমদ, নাবিল মিয়া, শামসুল ইসলাম, শাহিদ মিয়া, হাসান মিয়া, শফিকুল ইসলাম সফু, আমির আলী, নুর আলম, আব্দুর রহমান, নুর ইসলাম, সুজন আলী সহ জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মী বৃন্দ এবং পৌর যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।