জামালগঞ্জে অবৈধভাবে বিল সেচ : ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩১ অপরাহ্ণজামালগঞ্জ প্রতিনিধি ::: সুনামগঞ্জের জামালগঞ্জে সরকারি ইজারাকৃত বিল অবৈধভাবে সেলু মেশিন দিয়ে তলা শুকিয়ে সেচ দেওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেদওয়ানুল হালিম ভীমখালী ইউনিয়নের দেওতান ও দৌলতা বিলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। জানাযায়, দেওতান বিলে অবৈধভাবে সেলু মেশিন বসিয়ে তলা শুকিয়ে মাছ ধরার পায়তারা করছিলেন ইজারাদার। খবর পেয়ে সহকারী কমিশনার সশরীরে উপস্থিত হয়ে শাহপুর গ্রামের আব্দুল মালেককে পাঁচ হাজার টাকা জরিমানা ও সেলু মেশিন জব্দ করেন। এদিকে দুপুরে একই ইউনিয়নের দৌলতা বিলে সেলু মেশিন দিয়ে তলা শুকিয়ে মাছ ধরার সময় ফেকুল মাহমুদপুরের গোলাম কিবরিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা ও সেলু মেশিন জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মৎস কর্মকর্তা কামরুল ইসলাম, ভূমি অফিসের পেশকার মোঃ মোজাহিদ খান, অফিস সহায়ক মোঃ মতিউর রহমান ও জামালগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স।