চুনারুঘাটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২১, ৮:১৮ অপরাহ্ণচুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ চুনারুঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও স্কুল এন্ড কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীসহ ফুটবল একাডেমীর সদস্যরা। একুশের প্রথম প্রহর ১২টা ১মিনিটে প্রথমে আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আলাউদ্দিন আমুরোড হাইস্কুল এন্ড কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ, ইউনিয়ন ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন থেকে উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউনিয়ন কৃষকলীগ সভাপতি বেলাল আহমেদ, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম এবং আমুরোড হাইস্কুল এন্ড কলেজের পক্ষে শিক্ষক সালাউদ্দিন, হাবিবুর রহমানসহ ভোরের আলো ফুটবল একাডেমীর সদস্যরা। অপরদিকে একইভাবে আহম্মদাবাদ ইউনিয়ন শাখা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে স্থানীয় শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে পুষ্পস্তবক অর্পন করে নেতৃবৃন্দরা। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠন থেকে উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম আজাদ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাব্বির চৌধুরী ও সদস্য সিরাজ মিয়া, যুবদল নেতা আরিফুর রহমান, আবু তাহের, জাবেদ মিয়া, সোহেল আহমেদ, আবুল কালাম, ছাত্রদল নেতা রকিব আহমেদ, সফিকুল ইসলাম ও রাশেদ আহমেদ প্রমুখ।