ছাতকে আওয়ামী লীগের মতবিনিমিয় সভা অনুষ্ঠিত
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ৭:৩৯ অপরাহ্ণছাতক প্রতিনিধি :::
ছাতকে সাংগঠনিক কর্মকান্ড নিয়ে উপজেলা আওয়ামীলীগের এক মতবিনিমিয় সভায় মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ গার্লস স্কুল প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে। সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুস সহিদ মুহিতের সভাপতিতিত্বে ও আওয়ামীলীগ নেতা এটিএম কয়েছের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান। সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও দিরাই উপজেলা আওয়ামীলীগ নেতা আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা রনজিত দাম, মহসিন আহমদ, আবু সাইদ তুহিন, কবির মিয়া, আব্দুল হেকিম, রাসেল আহমদ, বারিন্দ্র দাস সজীব, আখলাকুর রহমান, আব্দুস ছালাম, সিরাজ তালুকদার, ফয়ছল আহমদ বাবুল, আব্দুল কাহার, মজনু মিয়া, আশিক মিয়া, আব্দুল আওয়াল মেম্বার, নেপাল দেবনাথ, এহিয়া আহমদ, নজরুল হক, আব্দুস ছাত্তার, আঙ্গুর আলম, সেলিম আহমদ, ইব্রাহিম আলী, আবুল বশর, আবুল খান টিপু, রূপন মিয়া, আব্দুল আলিম, সৈদুল হক, আব্দুল মতিন, আব্দুল খালিক, সুমন দেবনাথ, পরিমল দেব, মোজাম্মিল আলী, জমির আলী, আলী নূর, রুকন উদ্দিন, শেখ ফরিদ প্রমুখ।