বিশ্বনাথে বিনামূল্যে ক্ষুরা রোগের টিকা প্রদান
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ৮:৪২ অপরাহ্ণবিশ্বনাথ উপজেলা পরিষদ’র অর্থায়নে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল বিশ্বনাথের আয়োজনে রামপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দোহাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে ক্ষুরারোগের টিকা প্রদান করা হয়েছে। রামপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.নুনু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ আব্দুস শহিদ হোসেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক শাহ ফয়েজ আহমদ, বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারন সম্পাদক আতিকুর রহমান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তারেক উজ জামান, ৬ নং ওয়ার্ড মেম্বার জামাল আহমদ প্রমুখ।
টিকা প্রদান অনুষ্ঠানে মোট ১২৯ টি দেশি ও শংকর গরুকে ক্ষুরা রোগের টিকা প্রদান করা হয়। এ সময় এল.এফ.এ গনেশ মহন্ত, শহীদুল্লাহ কায়সার, এলএসপি আঃ মতিন, সুমন আহমদ, আসমা বেগম, এল.এফ.এফ বিলকিস বেগম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি