দক্ষিণ সুরমার লালাবাজারে সরিষা প্রদর্শণীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ৬:৫৬ অপরাহ্ণদক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়েনর বিবিদইলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বীজ উৎপাদন ব্লক এর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠান ২৪ ফেব্রুয়ারি বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়।
লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার।
উপজেলা উপসহকারী কৃষি অফিসার এ. কে. আজাদ ফাহিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহমদ চৌধুরী, প্রবীণ মুরব্বি আব্দুল ওয়াহাব খান, উপসহকারী কৃষি অফিসার শাহিদা সুলতানা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মুজাদ্দিদ আহমদ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আরাফাত খান, স্বাগত বক্তব্য রাখেন আব্দুল কাদির খান, ডিএইচ খান (টিপু খান), কামরুজ্জামান খান ফয়সল।
পশ্চিমভাগ মহিলা সিআইজি সমবায় সমিতির সভাপতি নাছিমা আক্তারসহ সদস্যবৃন্দ, করসনা সিআইজি সমবায় সমিতির সদস্যসহ স্থানীয় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। প্রেস-বিজ্ঞপ্তি