সিলেটে পৃথক ঘটনায় ২ সাংবাদিক হামলা ও ছিনতাইর শিকার
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ৩:০৫ পূর্বাহ্ণপূবের হাওয়া ডেস্ক ::: সিলেট নগরী ও দক্ষিণ সুরমায় পৃথক ঘটনায় ২ সাংবাদিক হামলা ও ছিনতাইর শিকার হয়েছেন। বুধবার দুপুরে প্রতিবেশি প্রতিপক্ষের হামলায় আহত হন সিলেট প্রেসক্লাবের সদস্য দক্ষিণ সুরমার বরইকান্দি সুনামপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক মো. করিম মিয়া।
অপরদিকে বন্দরবাজার এলাকার সন্ধ্যা বাজারস্থ কারারক্ষীদের পরিত্যক্ত কোয়াটারের সামনে ছিনতাইর শিকার হন অনলাইন নিউজ পোর্টাল সুরমা মেইলের সম্পাদক মন্ডলির সভাপতি মোহাম্মদ হানিফ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮ টার দিকে অফিস শেষে বাসায় ফেরার সময় সাংবাদিক মোহাম্মদ হানিফকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ বিশ হাজার টাকা ছিনতাই করে ছিনতাইকারীরা।
পরে জনতার দাওয়া খেয়ে টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ছিনতাইয়ের খবর পেয়ে সাথে সাথে কোতোয়ালী থানার ওসির নির্দেশে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনা স্থলে যান এবং বিষয়টি অবগত হন।
এ ছিনতাইয়ের ঘটনায় সাংবাদিক মোহাম্মদ হানিফ বাদি হয়ে এসএমপির কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, ডালিম, কালা শফিক ও মিজান।
অভিযোগ সূত্রে জানা গেছে, সন্ধ্যা বাজারস্থ পরিত্যক্ত কারারক্ষী কোয়াটারের ভিতরে সিলেট নগরীর চিহিৃত ছিনতাইকারী, জুয়াড়ী ও মাদক সেবীদের আস্তানা গড়ে উঠেছে।
বাধাঘাটে নতুন কারাগার হওয়ায় কারারক্ষীরা সেখানে বসবাস করছেন। আর এই সুযোগে জুয়াড়ী ও মাদকসেবীরা বেছে নিয়েছে পরিত্যক্ত এই কোয়ার্টার। পাশে কাষ্টঘরের সুইপার কলোনীর লোকজন প্রতিনিয়ত এখানে মদ পানে মাতাল হয়ে আড্ডা দিয়ে থাকে। এখন এই কোয়ার্টার সকল অপরাধীদের স্বর্গরাজ্য।
অভিযুক্ত ডালিম এর নেতৃত্বে কোয়াটারের ভিতর প্রতিদিন বসে জুয়ার আসর। এই জুয়ার আসরে সকল অপরাধীরা অংশ নেন। কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়নি। স্থানীয় থানা পুলিশ তাদের বিরুদ্ধে সর্বদাই অভিযান অব্যহত রেখেছে। ডালিম ও তার সহযোগীদের একাধিকবার অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। জামিনে বেরিয়ে ফের শুরু করে জুয়ার আসর।
রাতের অন্ধকারে কোয়াটারের ভিতরে ছিনতাইকারীদের আড্ডা জমে। কোন ভালো লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করতেও ভয় পায়। ছিনতাই করে এই ঘর গুলোর ভিতরেই স্থান নেয় ছিনতাইকারীরা। এটা ছিনতাইকারীদের নিরাপদ স্থান।
এত কিছুর পর কারাকর্তৃপক্ষ এই পরিত্যক্ত কোয়াটারের কোন ব্যবস্থা নিচ্ছেন না। যার ফলে দিন দিন এই এলাকায় ঘটছে বড় বড় অপরাধ মূলক কর্মকান্ড।
এসএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ ছিনতাই ও অভিযোগ পাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের জন্য আমারা ইতিমধ্যে অভিযান শুরু করেছি। শীঘ্রই এই তাদের আইনের আওতায় আনা হবে।
এদিকে সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন সিলেট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. করিম মিয়া। বুধবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় বরইকান্দি ইউনিয়নের সুনামপুর গ্রামের করিমের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত করিম সুনামপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। করিম জানান, তার প্রতিবেশি প্রতিপক্ষের লোকজন ভুমি বিরোধের জের ধরে তার উপর হামলা চালায়।
তিনি বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালের ৩য় তলার ১১ নং ওয়ার্ডে চিকিৎসাধীণ রয়েছেন।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে করিমের পক্ষে লিখিত অভিযোগ প্রদান করেছেন করিমের বাবা শাহাব উদ্দিন।