কোম্পানীগঞ্জে ব্যবসায়ী ইন্তাজ আলীর জানাজায় মানুষের ঢল : দাফন সম্পন্ন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ৮:০৫ অপরাহ্ণকোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের ব্যবসায়ী নিহত ইন্তাজ আলীর নামাজে জানাজা রবিবার (২৮ ফেব্রুয়ারী) বাদযোহর স্থানীয় ভোলাগঞ্জ উদয়ন সংঘ খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সর্বস্তরের জনসাধারণ।এতে ইমামতি করেন মরহুমের বড় ছেলে হাফেজ শহিদ আহমেদ।
নামাজে জানাজা শেষে তাকে ভোলাগঞ্জ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে নামাযে জানাজার পুর্বে বক্তব্য রাখেন,কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, ভোলাগঞ্জ মাদ্রাসার মুহতামিমসহ স্থানীয় মুরব্বিরা।
উল্লেখ্য :গতকাল শনিবার ভোলাগঞ্জ গুচ্ছগ্রামে স্বামী স্ত্রীর সালিশ বিচার শেষ করে ফেরার পথে সকাল ১১টার দিকে একই গ্রামের কেরামত আলীর ছেলে আরজ আলী নামের এক যুবক ইন্তাজ আলীকে উপুর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার কয়েক ঘন্টার মধ্যে হত্যাকারী আরজ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় কোম্পানীগঞ্জ থানা পুলিশ।