জামালগঞ্জে বীমা দিবস পালিত
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২১, ৮:৪৪ অপরাহ্ণ
জামালগঞ্জ প্রতিনিধি :::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় ‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বীমা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর উপজেলা প্রতিনিধি কামরুল হাসান জিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ডেল্টা গণগ্রামীণ বীমার উপজেলা প্রতিনিধি মো. জয়নাল আবেদীন, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের উপজেলা প্রতিনিধি মো. খালেদা আক্তার, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর প্রতিনিধি মোছাঃ চায়না আক্তার প্রমুখ।