জগন্নাথপুরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ডেভেলাপমেন্ট একাডেমীর উদ্বোধন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২১, ৮:১৮ অপরাহ্ণজগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কামাল রবের উদ্যোগে জগন্নাথপুর পৌর শহরের পৌর পয়েন্টস্থ হাসিনা মার্কেটে মেধাবী ও দক্ষ জনশক্তি গড়ার প্রতিশ্রুতি নিয়ে স্পোকেন ইংলিশ ও বেসিক কম্পিউটার প্রশিক্ষনের সুনামধন্য প্রতিষ্ঠান সিলেট ডেভেলাপমেন্ট একাডেমী (এস ডি এ) এর জগন্নাথপুর শাখার উদ্বোধন করা হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনায় জমকালো আয়োজনে সকাল ১১টায় জগন্নাথপুর পৌর শহরের হাসিনা মার্কেটস্থ সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলায় একাডেমীর উদ্বোধন করেন একাডেমীর জগন্নাথপুরের পরিচালক কামাল রবের গর্বিত পিতা বিশিষ্ঠ মুরব্বী হাজি আব্দুল মুসলিম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু বলেছেন তথ্য প্রযুক্তির যুগে দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে একাডেমী প্রতিষ্ঠিত হওয়ায় এর সাথে সংশ্লিষ্ট পরিচালক, শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট ডেভেলাপমেন্ট একাডেমী জগন্নাথপুর শাখার পরিচালক কামাল রব, একাডেমীর জগন্নাথপুর শাখা প্রধান আব্দুল মুকিত। ৭০ জন শিক্ষার্থীদের নিয়ে একটি মান সম্মত প্রশিক্ষন একাডেমীর যাত্রা শুরু করা হয়েছে বলে জানিয়েছেন একাডেমীর পরিচালক কামাল রব। এসময় জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, সোনালী ব্যাংক জগন্নাথপুর শাখা ব্যবস্থাপক আল আমিন রাসেল, সিটি ব্যাংক লিমিটেড জগন্নাথপুর শাখার কর্মকর্তা আব্দুল কাদির, বিশিষ্ঠ মুরব্বী নিখিল দেব, যুক্তরাজ্য প্রবাসী আফছর উদ্দিন শামীম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মমিন, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহান আহমদ, ওয়াল্টন শোরুম জগন্নাথপুরের পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, একাডেমীর শাখা প্রধান মিটন দেব সহ বিভিন্ন পেশাজীবির বিপুল সংখ্যক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।