৭ই মার্চ উপলক্ষে এয়ারপোর্ট থানায় আনন্দ উদযাপন অনুষ্ঠান
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২১, ১০:০৮ অপরাহ্ণঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা। থানা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার কামরুল আমিন। সিলেট মেট্রোপলিটন পুলিশের (উত্তর) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহরিয়ার আল মামুন এর পরিচালনায় এবং এসএমপি’র এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাইনুল জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক সভাপতি আফতাব হোসেন খান, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন ইমজা’র সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, মোবাইল জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট এর আহবায়ক সাদিকুর রহমান সাকী, ৭ নং ওয়ার্ড পুলিশিং কমিউনিটির সভাপতি মুহিবুর রহমান ছাবু, মো. ইকলাল, ৩নং খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তেরা মিয়া, যুবলীগ নেতা রিমাদ আহমেদ রুবেল সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস-বিজ্ঞপ্তি।