ময়মুননেছা কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির কমিটি গঠন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২১, ১২:৩৫ পূর্বাহ্ণগত ৬ মার্চ শনিবার সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী পয়েন্টে অবস্থিত ময়মুননেছা কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান উপদেষ্টা মনোনিত হয়েছেন ময়মুননেছা কমপ্লেক্স’র স্বত্ব্যাধিকারী কাদির বকস্ । কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, কদমতলীর বাসিন্দা সমাজসেবী রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জনি। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি রিপন দাস, সহ-সাধারণ সম্পাদক আসীম আহমদ কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন। কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন, ময়মুননেছা কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সদস্য অঞ্জন তালুকদার, তাপস ঘোষ, জুবেদ আহমদ, পিন্টু বৈদ্য, মো. রিয়াদ আহমদ, ওয়াদুদ আল হক, আব্দুল হক, আমির আহমদ, অপূর্ব পাল, আদনান হোসাইন, মো. পারভেজ আহমদ, অপু দেব, লিটন পাল, ফয়ছল আহমদ। প্রেস-বিজ্ঞপ্তি।