জগন্নাথপুরের ইসহাকপুর গ্রামে ছোট দারা খালের ওপর ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২১, ৭:২৬ অপরাহ্ণজগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামের ছোট দারা খালের ওপর যুক্তরাজ্য প্রবাসী রিপন মিয়ার উদ্যোগে ও ইসহাকপুর গ্রামবাসীর সহযোগিতায় ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় ব্রীজটির নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। এসময় ইসহাকপুর গ্রামের বিশিষ্ঠ মুরব্বী নেছাওর খান, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার শাহিন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী রিপন মিয়া, ভবের বাজারের ব্যবস্থাপনা কমিটির সাবেক সেক্রেটারী আফজল হোসেন লেচু, জেলার সাবেক শ্রেষ্ট শিক্ষানুরাগী আজিজুন নূর, সমাজসেবক আব্দুল আলী, লিটন মিয়া, আব্দুল মতিন, আব্দুল আজিজ, আব্দুল কাদির সহ এলাকার বিভিন্ন পেশাজীবির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকার মরহুম আব্দুল হক এর পুত্র যুক্তরাজ্য প্রবাসী রিপন মিয়া কর্তৃক দীর্ঘদিন ধরে এলাকার অসহায় দরিদ্রদের মানবিক সহায়তার পাশাপাশি এলাকার শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে অবদান রাখছেন।