ছাতকের সিংচাপইড় ইউপিতে নৌকার মাঝি মুজাহিদ নয়, সাহেল
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২১, ১০:৩২ অপরাহ্ণ
ছাতক প্রতিনিধি :
বিগত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্তী হওয়ার অপরাধে মনোনীত হয়েও নৌকার মাঝি হতে পারেননি ছাতকের সিংচাপইড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুজাহিদ আলী। ১৫ মার্চ এ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন বোর্ড নৌকার প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মোজাহিদ আলীর নাম ঘোষণা করেছিলেন। কিন্তু কয়েক ঘন্টা যেতে না যেতেই নাম পরিবর্তন করে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেলের নাম করেন দলের মনোনয়ন বোর্ড। এ নিয়ে গোটা উপজেলা জুড়ে বইছে জল্পনা-কল্পনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে নৌকা প্রতীকের মনোনয়ন হাতে পেয়েছেন শাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল। দলীয় মনোনয়ন পরিবর্তন নিয়ে একদিকে চলছে উৎসব আর অন্য দিকে নেমে এসেছে বিশাদ। সিলেট বিভাগের মধ্যে প্রথম দফায় ছাতক উপজেলার নোয়ারাই, ভাতগাওঁ ও সিংচাপইড় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনেও আলোচনার শীর্ষে রয়েছে সিংচাপইড় ইউনিয়ন। অপর দুটি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ভাতগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার এবং নোয়ারাই ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল। নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী, এসব ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ, প্রতীক বরাদ্দ ২৫ মার্চ এবং নির্বাচন অনুষ্ঠিত ১১ এপ্রিল।