এমপি সামাদ চৌধুরী’র মাগফেরাত কামনায় বালাগঞ্জের সিরাজপুর গ্রামে মিলাদ ও দোয়া
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২১, ৭:৪২ অপরাহ্ণবালাগঞ্জ প্রতিনিধি :::
সিলেট-৩ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরী‘র আত্মার মাগফেরাত কামনায় বালাগঞ্জ উপজেলার গহরপুরের সিরাজপুর গ্রামে এক স্মৃতিচারণমূলক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যসচিব আব্দুল কাদির খসরু’র বাড়ীতে তাঁহার পারিবারিক উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. দুদু মিয়া।
থানা আওয়ামী লীগ সদস্য ময়নুল ইসলাম সালেহ’র পরিচালনায় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এ- কলেজের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট জুয়েল আহমদ, গহরপুর জামিয়ার শিক্ষাসচিব হাফিজ মাওলানা
আনোয়ার হোসেন, শিক্ষক হাফিজ মুফতি মো. সাইদুর রহমান, হাফিজ মাওলানা সালেহ আহমদ মক্কী, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক নাজমুল ইসলাম, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব আব্দুল কাদির খসরু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সিতাব আলী, শাহ আব্দুস ছত্তার, মুক্তার আলী, খছরুজ্জামান, সাবেক ইউপি সদস্য আব্দুস ছালাম, উপজেলা কৃষক লীগের যুগ্ন-আহবায়ক সাইস্তা মিয়া, ই্উনিয়ন শাখার সভাপতি মতাহির আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিদের মধ্যে নেছাওর আলী, মো. সাইস্তা মিয়া, আব্দুল আহাদ, মুজিবুর রহমান, আবুল কালাম, মখদ্দছ আলী, সাধারণ সম্পাদকদের মধ্যে আব্দুস শহীদ খান, কয়েছ আহমদ, আবুল কালাম, আব্দুল আহাদ, খায়রুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, আব্দুস শাহাদাত রুকন, হিরা মিয়া, লোকমান হোসেন, তুরন মিয়া, আজমল আলী, শফিক মিয়া, ময়নুল ইসলাম, ইব্রাহিম আলী, মুজাহিদ আলী, আফতাব আলী, খন্দকার রেজুয়ান আলী, ইউনিয়ন যুবলীগ সভাপতি কয়সুল আলম কয়েছ, উপজেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ্ রহমান, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন ছুটন, সেবুল মিয়া, মুক্তার আলী, রাসেল আহমদ চৌধুরী, শেখ জামিল আহমদ, রাসেল আহমদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগ সহ-সভাপতি এমরুল হক, জেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন, জেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন, ইকবাল তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রমুজ মিয়া, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা শিহাবুল ইসলাস অনিক, ইমরান আহমদ, জেবলু মিয়া, আব্দুস সামাদ, জামিল আহমদ, মুরাদ আহমদ প্রমূখ।
মাহফিলে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ মো. শাহজাহান এবং মোনাজাত পরিচালনা করেন গহরপুর জামিয়ার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম (হাজীপুরী)।