বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে জগন্নাথপুর আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচী পালন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২১, ৮:২৭ অপরাহ্ণজগন্নাথপুর প্রতিনিধি :
সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে কেক কাঁটার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসুচী পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় র্যালী এবং পরে জগন্নাথপুর উপজেলা পরিষদ ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুড়ালে পুস্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য জীবনের তথ্য উপস্থাপন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, সহ- প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসান, আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল, সাবেক ইউপি চেয়ারম্যান আঙ্গুর মিয়া, আফু মিয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমদ, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আহমদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালেহ আহমদ ছোট মিয়া, সাধারন সম্পাদক সাবের কামালী, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আইয়ুব খান, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা রাসেল শাহ, যুক্তরাজ্যের নর্থ ইস্ট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক কোরেশী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সৈয়দ কলমদর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ফজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক জুবেদ খান, সহ সম্পাদক রমজান আলী ছানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, সাধারণ সম্পাদক শাহ রুহেল, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয়, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, মতিউর রহমান, ইসলাম উদ্দিন জসিম, ইমদাদুল হক আকাশ, পৌর ছাত্র লীগের আহবায়ক মিছবাহ আহমদ, যুগ্ম আহবায়ক কামরান আহমদ, জগন্নাথপুর কলেজ ছাত্রলীগ সভাপতি হাসান আদিল, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমূখ। বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি কল্যাণ কান্তি রায় সানী ও শিশু শিল্পী প্রত্যাশা দেব সহ আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এদিকে মুজিববর্ষ উপলক্ষ্যে মঙ্গলবার থেকে জগন্নাথপুর উপজেলা রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গনসহ আশ-পাশ এলাকা বর্নিল সাজে সাজানো হয়।