পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতার বিকল্প নেই : প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২১, ১:০১ পূর্বাহ্ণসিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেছেন, যেখানে সেখানে ময়লা আবর্জনা ও বর্জ্য ফেললে সেঁতসেঁতে পরিবেশ সৃষ্ঠি হওয়ার পাশাপাশি এডিস মশার উপ্তত্তিস্থল সৃষ্টি হয়। সামনের বর্ষা মৌসুমে খাল ছড়া কিংবা ড্রেনের ভেতরে ময়লা আবজর্না ফেলে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি করলে জলাবদ্ধতা হওয়ার আশংকা থাকে। সিটি কর্পোরেশনের দেওয়া ডাস্টবিনে ময়লা আবজর্না বা বর্জ্য ফেলতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতার বিকল্প নেই’’ বৃহস্পতিবার ২৬ নং ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রচারণা সভায় প্রধান আলোচক হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। সংরক্ষিত মহিলা কাউন্সিলর এ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজের সভাপতিত্বে অনুষ্টিত প্রচারণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন, সিসিকের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলী আকবর, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুল, নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এন ইছরাইল হোসেন, ইউএনডিপি’র প্রকৌশলী জেনুইন চাকমা,প্রকৌশলী শফিকুল ইসলাম, সার্ভেয়ার জাহাঙ্গির আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জহুরা বেগম, তাসলিমা আক্তার প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।