বালাগঞ্জ প্রেসক্লাবের সাথে আব্দুর রকীব মন্টুর মতবিনিময়
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২১, ১০:৪৮ অপরাহ্ণবালাগঞ্জ প্রতিনিধি ::
বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী এটর্নী জেনারেল এডভোকেট আব্দুর রকীব মন্টু এক মতবিনিময় সভায় করেছেন।
রোববার বিকেল বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিল্লুর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি হুসাইন আহমদ, সহ সাধারণ সম্পাদক এম এ কাদির, কোষাধ্যক্ষ এস এম হেলাল, সদস্য আবুল কাশেম অফিক, সদস্য তারেক আহমদ, জাহেদুল ইসলাম, জাগির হোসেন।
এসময় এডভোকেট আব্দুর রকীব মন্টু বালাগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিষয়ে বালাগঞ্জের সাংবাদিকদের সাথে আলোকপাত করেন।