বালাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বিনামূল্য মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২১, ৮:৫৬ অপরাহ্ণবালাগঞ্জ প্রতিনিধি :::
করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বালাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মুখে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করতে
সচেতনামূলক কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসাবে সোমবার দুপুরে বালাগঞ্জ বাজারের মদনমোহন মার্কেট এক পথসভা অনুষ্টিত হয়।
বালাগঞ্জ থানার অসি (তদন্ত) মো. রফিকুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. জুনেদ মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক হুসাইন আহমদ, আবুল কাশেম অফিক, জাগির হোসেন, তারেক আহমদ, জাহেদ আহমদ প্রমূখ।
পরে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।