ছাতকের গোবিন্দগঞ্জে প্রবাসী কল্যাণ ব্যাংকের ৮১ তম শাখা উদ্বোধন

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২১, ৯:০৫ অপরাহ্ণছাতক প্রতিনিধি :::
ছাতকের গোবিন্দগঞ্জে প্রবাসী কল্যাণ ব্যাংকের ৮১ তম শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ভার্চুয়ালিভাবে যুক্ত হয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালীভাবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এসময় গেবিন্দগঞ্জ শাখায় উদ্বোধনী অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, ডাচ বাংলা ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার ম্যানেজার মোহাম্মদ আফাজ উদ্দিন, প্রবাসী কল্যাণ ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক আশীষ কুমার বণিক, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান দিলোয়ার হোসাইন নাজমুল, আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ সরকুম, ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, সাংবাদিক আতিকুর রহমান মাহমুদসহ ব্যাংক শাখার কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।