মেলায় উদয় হাকিমের নতুন বই ‘দার্জিলিঙে বৃষ্টি, কালিম্পঙে রোদ’
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২১, ৭:৩০ অপরাহ্ণবইমেলায় এসেছে লেখক, সাংবাদিক, আবৃত্তিশিল্পী ও করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিমের ভ্রমণবিষয়ক বই ‘দার্জিলিঙে বৃষ্টি, কালিম্পঙে রোদ’। বইটি সম্প্রতি তার ভারতের দার্জিলিং ভ্রমণের ওপর লেখা।
এই গ্রন্থে দার্জিলিং এবং কালিম্পং-এর বিভিন্ন দর্শনীয় স্থানের আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী বর্ণনা দিয়েছেন লেখক। ভ্রমণের চমৎকার বর্ণনার সঙ্গে নজরকাড়া ছবি দিয়ে সাজানো হয়েছে ১২৮ পৃষ্ঠার বইটি।
গ্রন্থটি সম্পর্কে উদয় হাকিম বলেন, ‘দার্জিলিঙে বৃষ্টি, কালিম্পঙে রোদ’ এটি আমার প্রকাশিত সবশেষ বই। এ গ্রন্থ কোনো গতানুগতিক ভ্রমণ কাহিনি নয়। এখানে অনেকটা গল্পের মতো করে কাহিনি বর্ণনা করা হয়েছে। পাঠক গল্প এবং ভ্রমণ দুটোই পাবেন এক সঙ্গে। আশা করছি পাঠকদের ভালো লাগবে। নবীন লেখক এবং ভ্রমণপিপাসুদের জন্য বইটি কাজে আসবে।
এ পর্যন্ত ৮টি বই লিখেছেন উদয় হাকিম। এর মধ্যে রয়েছে ‘রহস্যময় আদম পাহাড়’, ‘সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা’, ‘হেলিচেয়ার’ এবং ‘ভূতের মহাসমাবেশ’। পাঠকপ্রিয়তা পেয়েছে তার লেখা সবগুলো বই।
উদয় হাকিমের জন্ম টাঙ্গাইলে। মাধ্যমিক সেখানেই। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন লেখক উদয় হাকিম। প্রথম পেশা সাংবাদিকতা। শুরু হয় ১৯৯৯ সালে প্রথম আলোতে কাজ করার মধ্য দিয়ে। এরপর কাজ করেন চ্যানেল আই, দেশের প্রথম ২৪ ঘণ্টা খবরের চ্যানেল সিএসবি নিউজ এবং কালের কণ্ঠে। করপোরেট জগতে প্রবেশ করেন ২০১০ সালে। বর্তমানে ওয়ালটন গ্রুপে কাজ করছেন নির্বাহী পরিচালক হিসেবে। উদয় হাকিমের সম্পাদনায় প্রকাশিত হয় দেশের প্রথম পজিটিভ নিউজ পোর্টাল ‘রাইজিংবিডিডটকম’। বর্তমানে তিনি ওই সংবাদ মাধ্যমের উপদেষ্টা সম্পাদক।
উদয় হাকিমের লেখার প্রধান বৈশিষ্ট্য ছোট ছোট বাক্য, সহজ সাবলীল উপস্থাপনা। গদ্যের মধ্যে পদ্যের ছোঁয়া, সামান্য বাঁকা দৃষ্টি- এসবই তার লেখার কারিশমা। অতি সামান্য একটি বিষয়ও তার লেখনীতে হয়ে উঠে অনন্য। স্বভাবসুলভ রসবোধ, ব্যঙ্গ তার লেখাকে জীবন্ত করে তোলে।
উদয় হাকিম আপাদমস্তক ভ্রমণপিপাসু। ভ্রমণ তাকে টানে ভীষণরকম। সাংবাদিকতা, করপোরেট চাকরি, ক্রিকেট পৃষ্ঠপোষকতা ও ব্যক্তিগত সফরে তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। তার লেখা চুম্বকের মতো আকর্ষণ করে পাঠককে। বলা চলে সাম্প্রতিক ভ্রমণ সাহিত্যে এক নতুন ধারার সৃষ্টি করেছেন উদয় হাকিম।
বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। দাম ৫০০ টাকা। সোমবার (৫ এপ্রিল, ২০২১) থেকে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের অনিন্দ্য প্রকাশের (প্যাভিলিয়ন-৫) প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বইটি। রকমারি (https://www.rokomari.com/) ওয়েবসাইট থেকেও সংগ্রহ করা যাবে বইটি। প্রেস বিজ্ঞপ্তি