দক্ষিণ সুনামগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : নিহত ২

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২১, ১০:৩২ অপরাহ্ণদক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে চাচা- ভাতিজা হন বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার ভোরে উপজেলার ডুংরিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, ভোরে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাধলে ঘটনাস্থলেই তাহিদ মিয়া(৫৫) ও রিপন মিয়া(৪০) নামের ব্যক্তিরা গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কমপক্ষে ১০জন আহত হয়েছেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মোক্তাদীর হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন‘ নিহত ২জন দুই পক্ষের হলেও সম্পর্কে তারা চাচা ভাতিজা হন, সংঘর্ষ বাধলে তারা গুরুত্বরভাবে আহত হয়েছিলেন, পরে হাসপাতালে মারা গেছেন, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে’।